বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
ভারতের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে উল্লেখ করছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব দেখছি না।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বাংলাদেশ বিশ্বজুড়েই উদার বাণিজ্যনীতিতে বিশ্বাসী। যতক্ষণ দেশের ভেতরের বাণিজ্যব্যবস্থা ঠিক থাকে, ততক্ষণ কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে আলাদা সিদ্ধান্ত নেয়া হয় না।
আরও পড়ুন<<>>‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’
তিনি বলেন, ভারতের সঙ্গে নানা ধরনের বাণিজ্যিক ব্যবস্থা রয়েছে। সেগুলোর প্রভাব পড়ছে কি না, সরকার তা পর্যবেক্ষণ করছে। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন রাজনৈতিক বা কূটনৈতিক ঘটনার কারণে সাধারণত দ্বিপক্ষীয় বাণিজ্য খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না।
তিনি জানান, ভারত গত মে মাসে কিছু স্থলবন্দর বন্ধ করে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বন্ধ করেছিল। এতে বাংলাদেশের রপ্তানি কিছুটা কমেছে। তবু বাংলাদেশ কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি।
পাট রফতানি বন্ধের বিষয়ে বাণিজ্য সচিব স্পষ্ট করেন, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশের ভেতরের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে। এর পেছনে অন্য কোনো দেশের ক্ষতি করার উদ্দেশ্য ছিল না।
তার ভাষায়, বাংলাদেশের বাণিজ্যনীতি সব সময়ই অভ্যন্তরীণ চাহিদা ও স্থিতিশীলতার কথা ভেবেই নির্ধারণ করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































