Apan Desh | আপন দেশ

‘অপারেশন সিঁদুরে আমরা ৫ সৈন্য হারিয়েছি’

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২১:৩৭, ১১ মে ২০২৫

‘অপারেশন সিঁদুরে আমরা ৫ সৈন্য হারিয়েছি’

সংগৃহীত ছবি

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুরে’ ভারতের অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন।

শনিবার (১০ মে) নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে দেশটির সেনাবাহিনী বলেছে, আমরা সশস্ত্র বাহিনীর ৫ জন সহকর্মীকে হারিয়েছি। তাদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

ভারতের সেনাবাহিনী বলেছে, গত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় সেনাবাহিনীর কামানের গোলা ও আগ্নেয়াস্ত্রের গুলিতে পাকিস্তানি অন্তত ৩৫ থেকে ৪০ সেনাসদস্য নিহত হয়েছেন।

গত ৭ মে অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। পেহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ওই দিন অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, ভারতীয় বাহিনীর হামলার লক্ষ্যবস্তু ছিল ভারতে সন্ত্রাসী হামলার জন্য ব্যবহৃত পাকিস্তানের বিভিন্ন অবকাঠামো। পরে তারা যখন আমাদের আকাশসীমায় অনুপ্রবেশ এবং অবকাঠামোর ওপর বিমান হামলা চালায়, তখন আমরা ভারী অস্ত্র ব্যবহার করি। এতে পাকিস্তানের হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলার পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত এখন পর্যালোচনা করা হচ্ছে।

শনিবার যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই উভয় দেশই চুক্তি লঙ্ঘন করে আবারও হামলা-পাল্টা হামলা চালায়। ভারতের সেনাবাহিনী হুঁশিয়ার করে দিয়ে বলেছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যদি আজ রাতে কিংবা পরবর্তীতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে সে হামলার কঠোর জবাব দেয়া হবে।

সন্ধ্যার দিকের ওই বিশেষ ব্রিফিংয়ে ভারতীয় সামরিক বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ভারতের কড়া জবাবের অঙ্গীকার সম্পর্কে পাকিস্তানি সেনাপ্রধানকে ‘হটলাইন’ বার্তা পাঠিয়েছেন। সূত্র: এনডিটিভি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়