Apan Desh | আপন দেশ

‘জুলাই আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ২২ জুলাই ২০২৫

‘জুলাই আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে’

অভিনেত্রী সামিরা খান মাহি

গত বছর জুলাইয়ে অনেক রক্ত ঝড়েছে। প্রাণ হারিয়েছেন শত শত শিক্ষার্থী। তারই প্রেক্ষিকে মাসজুড়ে শোকসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। তার মাঝেই ঘটে গেল আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। জুলাইয়ে এমন ঘটনায় মর্মাহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

তিনি জুলাইকে বাংলাদেশের জন্য এক দুঃসংবাদের মাস বলেই মনে করছেন। সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ অভিনেত্রী শোক প্রকাশ করে ওই মন্তব্য করেছেন। মাহি লিখেছেন, এ জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে। কখনো আকাশ থেকে ভেঙে পড়ছে বিমান, কখনো নদী গিলছে প্রাণ, আবার কখনো রাস্তায় ঝরছে তরতাজা জীবন!

তিনি লেখেন, একটার পর একটা দুর্ঘটনা যেন আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আতঙ্কের খবর নিয়ে। এভাবেই কি চলবে? আমরা কি আর একটু নিরাপদ জীবন আশা করতে পারি না?’

দেশের মঙ্গল কামনায় সবশেষ অভিনেত্রী লেখেন, আল্লাহ এ জাতিকে হেফাজত করুন। আমরা যেন শোক নয়, শান্তির খবর শেয়ার করতে পারি— এ আমাদের প্রার্থনা।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়