Apan Desh | আপন দেশ

বড় পর্দায় ফিরছেন পরীমনি

আসাদুজ্জামান নূর

প্রকাশিত: ১৪:৪০, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৫১, ৬ জানুয়ারি ২০২৫

বড় পর্দায় ফিরছেন পরীমনি

আলোচিত নায়িকা পরীমনি

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। মাতৃত্বকালীন বিরতি শেষে মাঝে ফিরলেও ছেলে পদ্মর জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন এ চিত্রনায়িকা। তবে নিজেকে প্রস্তুত করেই ফিরছেন তিনি।

আগামী বছরের জানুয়ারিতে ভারতীয় অভিনেতা সোহম চক্রবর্তীর বিপরিতে একটি চলচ্চিত্র দিয়ে পর্দায় পত্যাবর্তন হচ্ছে পরীমনির। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন তিনি। তাতে অভিনেত্রী লিখেছেন, আগামী ১৭ জানুয়ারি ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে।

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী; আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো। সে কারণে চরিত্রটি করেছি। কতটা ভালো পেরেছি, সেটা মুক্তির পর দর্শকেরাই বলতে পারবেন।’

এদিকে ‘ফেলুবক্সী’ ছবির পরিচালক দেবরাজ সিনহা ছবিটি সম্পর্কে বলেছেন, ‘ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার ছবি। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে। তবে নাম দেখে বিচার করতে বারণ করবো দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে।’

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়