
ছবি: আপন দেশ
নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং জুলাই বিপ্লবের আলোকে ক্যাম্পাস সংস্কার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।
শনিবার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি মিছিল বের করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘তুমি কে আমি কে, শিবির শিবির’; ‘টেকনাফ থেকে তেতুলিয়া, শিবির আছে দেশজুড়িয়া’; ‘অনলাইন পেমেন্ট চালু কর, ভোগান্তি দূর কর’; ‘কর্মকর্তা জমিদার, লাঞ্চ করতে দিন পার’, ‘ইবিতে ছাত্রসংসদ, চালু কর করতে হবে’, ‘ইকসু নিয়ে টালবাহানা, আর না আর না’ ইত্যাদি স্লোগান দেয়।
আরওপড়ুন<<>>বিনা পরীক্ষায় পাস, ৬ মাসেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি
এছাড়া তাদের হাতে হল ডাইনিং, ক্যাফেটেরিয়ার পানি ও খাবারের মান নিশ্চিত করতে হবে, স্বৈরশাসনের সময় বর্ধিত ও অযৌক্তিক ফি কমাতে হবে, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করতে হবে, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে, ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস ভাইয়ের সন্ধান চাই ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
মিছিল পরবর্তী সমাবেশে ইবি শিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও তেমন কোনো সংস্কার লক্ষ্য করিনি৷ এখনও ফ্যাসিবাদিরা বুক ফুলিয়ে চলছে। ক্যাম্পাসের কোনো মৌলিক সংস্কার-ই আমরা দেখতে পাই নাই, শিক্ষার্থীদের অধিকার আদায় করা না হলেও আমার ভাইয়ের লাশ আমরা দেখেছি। প্রশাসনকে বলতে চাই, সময় থাকতে সাবধান হয়ে যান। ক্যাম্পাস নিয়ে ভাবুন, ক্যাম্পাসের সংস্কার করুন। ফ্যাসিবাদ নির্মূল করুন, নইলে ইসলামী ছাত্রশিবির ছাত্রজনতা নিয়ে আপনাদের মসনদ তছনছ করে দিবে।
ইবি ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, জুলাইয়ের বিপ্লবের মধ্যে দিয়ে একটা রেজিমের পতন হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কোনো সংস্কার আমাদের চোখে পড়ে নাই। আমরা ভেবেছিলাম জুলাইয়ের পর আমাদের আর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আমরা কথা বলার অধিকার পাব, শিক্ষার্থীরা সনদ তুলতে গিয়ে ভোগান্তির শিকার হবেনা, নাপা কেন্দ্র খ্যাত চিকিৎসা কেন্দ্রকে সংস্কার করা হবে। ভেবেছিলাম ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইকে ফেরত দেয়া হবে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত এটা করতে পারে নাই, এমনকি দৃশ্যমান কোনো পদক্ষেপও নেয়নি। প্রশাসন এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।