Apan Desh | আপন দেশ

‘শিক্ষাব্যাবস্থা সংস্কার না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়’ 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৪৮, ১৯ জুলাই ২০২৫

‘শিক্ষাব্যাবস্থা সংস্কার না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়’ 

ছবি : আপন দেশ

শিক্ষাব্যাবস্থাকে সংস্কার না করা গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট দার্র্শনিক ও শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরাম কতৃক আয়োজিত '‘নতুন বাংলাদেশ বিনির্মাণ: কোন পথে' শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। 

ড. সলিমুল্লাহ খান বলেন, ব্রিটিশ শাসনের পর ১০০ বছর পার হয়ে গেলেও আমাদের দেশের শিক্ষার হার ৮০ শতাংশের বেশি হলো না। এর দায় আমাদেরই নিতে হবে৷ দেশের জিডিপির ২ ভাগও শিক্ষা খাতের পিছনে খরচ করা হয় না। কিন্তু অন্যান্য খাতে ঠিকই কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে৷ শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোটা জরুরী। 

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন না হলে উচ্চ শিক্ষার মান উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ড. খান আরো বলেন, শিক্ষাকে আনন্দায়ক করে তুলতে হবে। কিন্তু আমাদের দেশে তা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের দেশে যোগ্য শিক্ষক নেই। বর্তমান শিক্ষাব্যাবস্থা সত্যবিরোধী, যা শিক্ষার্থীদের চিন্তা করতে শিখাচ্ছে না। বর্তমান যে মুনাফাভিত্তিক শিক্ষা গড়ে উঠেছে, এটা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সংসদকে দ্বি-কক্ষ বিশিষ্ট করার জন্য আমাদের ছেলেরা জীবন দেয় নাই৷ দেশের সার্বিক পরিস্থিতি সংস্কারের জন্য এ দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড.সালেহ্ হাসান নকীব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানের যে পথ আমরা ইতিমধ্যে হারিয়েছি এর প্রধান কারণ সুশিক্ষার অভাব। আমরা কি জানি কি বুঝি এসব জানার জন্য শিক্ষা অপরিহার্য। আমরা ইতিহাস এবং সমাজকে বিশ্লেষণ করতে পারি না। গত ১৫ বছর যেমন স্বৈরাশাসনের অধিনে ছিলাম এটা যেমন সত্য ঠিক একইভাবে গত ৫৩ বছরে সুশাসন নিশ্চিত করতে পারিনি এটাও সত্য। সুষ্ঠ রাজনীতি করতে হলে আমাদের গোষ্ঠীগত চিন্তা থেকে বের হতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়