Apan Desh | আপন দেশ

ইন্টারনেট ছাড়াই চলবে মেসেজিং অ্যাপ ‘বিটচ্যাট’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ১২ জুলাই ২০২৫

ইন্টারনেট ছাড়াই চলবে মেসেজিং অ্যাপ ‘বিটচ্যাট’

প্রতীকী ছবি

ইন্টারনেট সংযোগ ছাড়াই কার্যকরভাবে মেসেজ আদান-প্রদানের সুবিধাসম্পন্ন নতুন একটি অ্যাপ BitChat প্রকাশ করেছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। অ্যাপটি বর্তমানে iOS-এর TestFlight প্ল্যাটফর্মে টেস্টিং পর্যায়ে রয়েছে ও এর মাধ্যমে ভবিষ্যতের বিকেন্দ্রীকৃত, ব্যক্তিগতসহ নিরাপদ যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা চলছে।

কীভাবে কাজ করে BitChat?
BitChat মূলত ব্লুটুথ ও লোকাল পিয়ার-টু-পিয়ার (P2P) প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে। এর মাধ্যমে ৩০০ মিটার বা প্রায় ৯৮৪ ফুট দূরত্বে থাকা ব্যবহারকারীদের মধ্যে বার্তা পাঠানো সম্ভব হবে – একেবারে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক ছাড়াই।

সুবিধা ও উদ্দেশ্য
এ অ্যাপটি এমন সময় সামনে এসেছে, যখন বিশ্বজুড়ে ইন্টারনেট সেন্সরশিপ, তথ্য নজরদারি ও গোপনীয়তা হুমকির মুখে। BitChat এমন পরিস্থিতিতে সেন্ট্রাল সার্ভারবিহীন, নম্বর ছাড়া ও end-to-end এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের মাধ্যম হয়ে উঠতে পারে। BitChat-এর মাধ্যমে ব্যবহারকারীরা যদি কাছাকাছি থাকেন, তবে একে অপরের ডিভাইস রিলে হিসেবে কাজ করে বার্তা অন্যত্র পৌঁছে দেবে – এটি একধরনের মেশ নেটওয়ার্কিং।

নিরাপত্তা ও সম্ভাব্য চ্যালেঞ্জ
BitChat বার্তাগুলো end-to-end encryption প্রযুক্তিতে সুরক্ষিত রাখে। তবে ব্লুটুথ ভিত্তিক নেটওয়ার্কে কিছু সিকিউরিটি ঝুঁকি থেকেই যায় – যেমন ম্যালিশিয়াস ডিভাইস, স্পুফিং ইত্যাদি। এ বিষয়ে বিস্তারিত প্রযুক্তিগত সমাধান এখনো প্রকাশ হয়নি।

বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা
BitChat এখনো কেবল iPhone ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু আছে এবং সরাসরি App Store-এ পাওয়া যাচ্ছে না। Android সংস্করণ বা পূর্ণাঙ্গ উন্মুক্ত সংস্করণ কবে আসবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়