Apan Desh | আপন দেশ

দুদকের শিক্ষা উপকরণ পেল তিন স্কুলের শিক্ষার্থীরা 

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:০০, ৩ সেপ্টেম্বর ২০২৫

দুদকের শিক্ষা উপকরণ পেল তিন স্কুলের শিক্ষার্থীরা 

ছবি: আপন দেশ

কুড়িগ্রাম সদর উপজেলার দুইটি ও রাজারহাট উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কুড়িগ্রাম দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নির্দেশনায় শিক্ষা উপকরণ বিতরণ করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও মো. মিজানুর রহমান চৌধুরী।

আরওপড়ুন<<>>দুই গাঁজাখোর বন্ধুর ঝগড়া, অতপর..

কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রবের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দুই উপজেলার তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির পট, মেয়েদের পার্স ও কলমদানি বিতরণ করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়