Apan Desh | আপন দেশ

সৈকতে ভেসে এলো নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৫, ৯ জুলাই ২০২৫

আপডেট: ১৪:২১, ৯ জুলাই ২০২৫

সৈকতে ভেসে এলো নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমেদ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন দুই শিক্ষার্থী। তাদেরই একজনের মরদেহ উপকূলে ভেসে এসেছে। মরদেহটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমেদের (২২)। বুধবার (০৯ জুলাই) সকালে কক্সবাজার সমিতি পাড়া উপকূলে মরদেহটি ভেসে আসে।

নিহত শিক্ষার্থী বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে গতকাল কক্সবাজার সমুদ্রে সৈকতের হিমছড়ি পয়েন্ট গোসল করতে নেমে তিন বন্ধু স্রোতের টানে ভেসে যায়। এসময় পানিতে ডুবে কে এম সাদনান রহমান সাবাব (২১) নামে এক চবি শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২) নামের আরও এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। 

কক্সবাজার বীচ কর্মীদের ইনচার্জ মাহবুব বলেন, মঙ্গলবার সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীদের মধ্যে আসিফ আহমেদের মরদেহ সমিতি পাড়া উপকূল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। তবে আরও এক শিক্ষার্থীর মরদেহ এখনো পাওয়া যায়নি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়