Apan Desh | আপন দেশ

চিন্ময় দাস গ্রেফতার ইস্যুতে

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না: আসিফ মাহমুদ

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ২৬ নভেম্বর ২০২৪

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না: আসিফ মাহমুদ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রদায়ের নেতা হিসেবে নয়। এ মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রংপুরের পীরগাছায় মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। এ ধরনের কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতায় জড়িত হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। এছাড়া আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদেরও গ্রেফতার করা হচ্ছে বলে ‘যোগ করেন তিনি’।

আসিফ মাহমুদ আরও বলেন, কিছু মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। সাধারণ মানুষদের টাকার বিনিময়ে আন্দোলনে অংশ নিতে উস্কানি দিচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিন রংপুরে শীতবস্ত্র বিতরণ শেষে আসিফ মাহমুদ পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণ স্থান পরিদর্শন করেন।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়