জীবনের দূর্বীসহ বেদনা ভুলে স্থায়ী ঠিকানা চায় শরনার্থীরা
আজ ২০ জুন, আন্তর্জাতিক শরনার্থী দিবস। প্রতি বছর বিশ্বজুড়ে এ দিনটি পালিত হয় নানা কর্মসূচীর মাধ্যমে। দিনটি মোটেও প্রশান্তির বার্তা কিংবা স্নিগ্ধতার হাসি ফোটায় না। জানান দেয় থমকে যাওয়া জীবনের দূর্বীসহ বেদনার কথা। বোমা আর বারুদের গন্ধে পরিচিত উঠোন অচেনা হয়ে ওঠা, বাড়িঘর পুড়ে ছাই হওয়া, নিজেদের থেকে বের করে দেয়া কিংবা জীবন বাঁচাতে জন্মভূমির মায়া ত্যাগ করে পোহানো বিস্বাদময় জীবনযাত্রা। এসব শরনার্থীরা ঘরে ফিরতে চায়, নিরাপদ আবাসস্থল ও মৌলিক চাহিদা ফিরে পেতে চায়।
০৩:২৮ পিএম, ২০ জুন ২০২৫ শুক্রবার