রাজস্ব ফাঁকি ধরতে কঠোর হচ্ছে এনবিআর
দেশের রাজস্ব বোর্ড (এনবিআর) এখন আরও কঠোর হচ্ছে। রাজস্ব ফাঁকি বন্ধ করতে ও যে টাকা ফাঁকি দেয়া হয়েছে, তা উদ্ধার করতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে।
এনবিআর মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোকে তাদের গোয়েন্দা কার্যক্রম শক্তিশালী করার নির্দেশ দিয়েছে। এ নির্দেশের মূল লক্ষ্য হলো— দেশের রাজস্ব পুনরুদ্ধার করা ও কর ফাঁকি প্রতিরোধ করা।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন)`র দফতর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কর অঞ্চলকে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল (আইআইসি)’র টিম গঠন করতে হবে। সে সঙ্গে টিমের কার্যপদ্ধতি, সুপারিশ প্রণয়নের ভিত্তি ও ফাঁকি দেয়া কর পুনরুদ্ধারের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।
০২:৩৫ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রোববার