Apan Desh | আপন দেশ

সোনালী আঁশ শেয়ার নিয়ে হচ্ছে কী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ২১ জানুয়ারি ২০২৫

সোনালী আঁশ শেয়ার নিয়ে হচ্ছে কী?

ফাইল ছবি

সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার হঠাৎ করেই মার্কেট আউট। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির শেয়ার ধারনের তথ্যে দেখানো হয়েছে শূন্য।

হঠাৎ শেয়ার উধাও হওয়ার ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, একটি শেয়ারও যদি কোম্পানিটির না থাকে প্রতিদিন লেনদেন হচ্ছে কিভাবে? ডিএসসিতে কোনো কারিগরি ত্রুটি ঘটেছে নাকি সোনালী আঁশ নিয়ে কোনো চক্রান্ত হচ্ছে?

ডিএসই সূত্র মতে, ২০২৪ সালের ৩০ জুন সোনালী আঁশ সর্বশেষ শেয়ার ধারনের তথ্য প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে কোম্পানিটির কোনো শেয়ার নেই। সর্বশেষ তথ্য প্রকাশ অনুযায়ী কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালক, প্রাতিষ্ঠানিক, বিদেশী এমনকি সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ধারণ দেখানো হয় শূন্য শতাংশ। সে অনুযায়ী কোম্পানির একটিও শেয়ার নেই। এতে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ বিনিয়োগকারীরা।

তবে কোম্পানির আভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ রয়েছে। কিন্তু ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের ৫০ দশমিক ৭৮ শতাংশ শেয়ার ছিলো।

সোনালী আঁশের সচিব মো. হাবিবুর রহমান খান এ বিষয়ে বলেন, ডিএসইর ওয়েবসাইট ডিএসই কর্তৃপক্ষ পরিচালনা করে। সেখানে কোম্পানির কেনো শেয়ার শূন্য দেখিয়েছে তা আমার জানা নেই। কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে আছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৪ শতাংশ এবং বাকি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমানও এ বিষয়ে কিছু জানাতে পারেনি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিষয়টি অবশ্যই স্পর্শকাতর। ঘটনার সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেবে কমিশন।

সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, হঠাৎ করে কোম্পানিটির শেয়ার হারিয়ে গেছে। কোম্পানিটির একটিও শেয়ার নেই এমন তথ্যে চিন্তিত। কেনো এমনটা হলো বুঝতে পারছিনা। ডিএসইর তথ্য অনুযায়ী যদি শেয়ার না থাকবে তবে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে কিভাবে। এটা হতে পারে নতুন কোনো চক্র ফায়দা নিতে চাচ্ছে।

ডিএসই সূত্র মতে, গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত বছরে সোনালী আঁশের শেয়ার ধারণে পরিবর্তন দেখা গেছে। যার ফলে সাধারণ বিনিয়োগকারীসহ শেয়ারবাজার সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা-সমালোচনার রয়েছে। গত বছরের ৩১ মার্চ কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৫০ দশমিক ৭৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৫ দশমিক ৬৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৪৩ দশমিক ৫৯ শতাংশ শেয়ার ছিল। এসময় কোম্পানিটিতে সরকারী ও বিদেশী কোনো বিনিয়োগকারী নেই। তবে বছর শেষে দেখানো হয়েছে কোম্পানিটিতে কোনো শেয়ার নেই।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন