Apan Desh | আপন দেশ

দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৫৬, ৪ ডিসেম্বর ২০২৪

দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল

এমারেল্ড অয়েল।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৪ কোম্পানি। এর মধ্যে ২০৬ কোম্পানির দর কমেছে । এদিন দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

বুধবার (৪ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা ৯.৭৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১৭ টাকা ৮০ পয়সা বা ৬.৯২ শতাংশ। আর ২ টাকা বা ৬.৪৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এইচ. আর. টেক্সটাইল মিলস লিমিটেড।

এছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পদ্মা অয়েলের ৬.৩৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৯৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৫.২৬ শতাংশ, সিএন্ডএ টেক্সটাইলের ৫.২৬ কনফিডেন্স সিমেন্টের ৫.১৩ শতাংশ, হামিদ ফেব্রিকসের ৪.৯৫ শতাং ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৪.৬৩ শতাংশ কমেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়