Apan Desh | আপন দেশ

আকবর আলীর অপেক্ষায় শেষ কোথায়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৪, ৩ মে ২০২৫

আকবর আলীর অপেক্ষায় শেষ কোথায়

যুব বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী

ক্রিকেট নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখে, যে স্বপ্নের বিস্তৃতি বাস্তবতা থেকে কয়েক গুণ বড়! আমাদের স্বপ্ন বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরা। জাতীয় দল যেন ট্রফি থেকে বহু আলোকবর্ষ দূরে অবস্থান করছে। বিশ্বকাপসহ বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা কয়েক গুণ ভারী। তবে অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে সে অধরা ট্রফি ধরা দিয়েছিল  ২০২০ সালে। 

যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর জীবনে একটির আনন্দ এসেছে কিন্তু অপরটি অধরাই থেকে যাচ্ছে। বাংলাদেশের হয়ে শিরোপা তুলে ধরেছেন তিনি, যা দেশের ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য। কিন্তু নিজের ক্যারিয়ারে বড় সাফল্যটা এখনও পাননি আকবর। অপেক্ষায় আছেন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর।

যুব বিশ্বকাপ আকবরের সতীর্থদের  সিংহ ভাগ ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম এমনকি রাকিবুল হাসান এক ম্যাচ হলেও খেলেছেন। কিন্তু ওই দলের অধিনায়ক আকবর এখনও জাতীয় দল থেকে অনেকটা দূরে।

২০২০ সালের পর থেকে বিসিবি এইচপি বা ইমার্জিং দলের অধিনায়ক হিসেবেই আছেন এ উইকেটরক্ষক ব্যাটার। এখনও বাংলাদেশ ‘এ’ দলেও নিয়মিত হতে পারেননি। অন্যরা জাতীয় দলে খেললেও আকবরের এখনও অপেক্ষায় থাকা তার দুর্ভাগ্য কিনা জানতে চাইলে নির্বাচক আবদুর রাজ্জাক বলেছেন, এখানে দুর্ভাগ্যের কিছু নেই। মূল কথা হলো পারফরমার হতে হবে। যে যে পজিশনে আছে সেখানে ঘরোয়া ক্রিকেটে যদি পারফর্ম রে তাহলে তাকে নিয়ে চিন্তা না করার তো কোন কারণ নেই। আকবরের সামনে যারা আছে যেমন অঙ্কন (মাহিদুল ইসলাম), জাকের (আলি) ওরা পারফর্ম করে জাতীয় দলে এসেছে। জাকের বিপিএলে ভালো করেছে মাহিদুল বিপিএল ও লম্বা ফরম্যাটে ভালো করেছে।

আকবর যে একেবারে পারফর্ম করেননি তা নয়। সবশেষ জাতীয় লিগ টি-টোয়েন্টিতেও রংপুর বিভাগের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৯ ম্যাচে ৩৪ গড়ে করেছেন ২০৮ রান। অবশ্য রান সংগ্রাহকদের তালিকায় আট নম্বরে পড়ে গিয়ে আকবরের ব্যাটিং প্রতিভা ঢাকা পড়ে গেছে।

তবে আকবরের আরেকটি গুণ আছে। সেটা নেতৃত্বে। ভালো অধিনায়ক হিসেবে তার ট্রফিকেস কিন্তু বেশ সমৃদ্ধ। যুব বিশ্বকাপ জেতা ছাড়াও রংপুর বিভাগের অধিনায়ক হিসেবে ২০২১-২২ সালে দলটিকে প্রথমবার জাতীয় লিগ শিরোপা জিতিয়েছেন আকবর। পাশাপাশি গতবছর জাতীয় লিগ টি-টোয়েন্টিতেও রংপুর তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়।

এ কারণেই ইমার্জিং বা এইচপি দলের নেতৃত্বটা আকবরকে দেয়া হয়। তাই বলে জাতীয় দলে ‘ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল’ হিসেবে আকবরকে এখনই বিবেচনা করার সময় আসেনি। রাজ্জাক জানিয়েছেন, নেতৃত্ব সে ভালো। এটা আকবরের প্লাস পয়েন্ট। কিন্তু এটার ওপর ভিত্তি করে তো জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন। কারণ আমরা আগে পারফরম খুঁজি এরপর কে অধিনায়ক হতে পারবে বা অন্য কিছু সামনে আসে।

যুব বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটে রংপুরেনেতৃত্ব, এইচপির হয়ে অস্ট্রেলিয়ায় টুর্নামেন্ট এছাড়া ইমার্জিং দলের হয়ে এশিয়া কাপে নেতৃত্ব দিয়েছেন আকবর। তবে তার নেতৃত্বগুণের মতো ব্যাটটাও চলতে হবে। বিপিএলে এক আসরে জাকের, রিশাদরা যেমন চমকে দিয়েছিলেন বা মোহামেডানের হয়ে অঙ্কনের ব্যাট হেসেছে ওই রকম বিশেষ কিছু করতে হবে আকবরকে। তবেই খুলতে পারে জাতীয় দলের দরজা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়