Apan Desh | আপন দেশ

মেসিহীন মায়ামি গোলই পায়নি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ১৬ মে ২০২৪

মেসিহীন মায়ামি গোলই পায়নি

ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা দলের জন্য খারাপ খবর। মেজর লিগ সকারে (এমএলএম) মন্ট্রিয়েলের বিপক্ষে চোটে পড়েছেন লিওনেল মেসি। তাই খেলতে পারবেন না লিগের দুই ম্যাচে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে মিলে যায় সেই খবর। অরল্যান্ড সিটির বিপক্ষে খেলা হয়নি আর্জেন্টাইন তারকার। আর দলের প্রাণভোমরা ছাড়া সুভিদা করতে পারেনি ইন্টার মায়ামি। অরল্যান্ড সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

চলতি মৌসুমে এই প্রথম গোলশূন্যভাবে ম্যাচ শেষ করে মায়ামি। এর আগে গত মার্চে নিজেদের মাঠে এ অরল্যান্ড সিটির জালে ৫ গোল দিয়েছিল তারা। সে ম্যাচে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

এ ম্যাচে মেসির অভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে ইন্টার মায়ামি। প্রতিপক্ষের রক্ষণে ছড়াতে তারা পারেনি কোনো আতঙ্ক। পুরো ম্যাচে অরল্যান্ড সিটির পোস্টে মাত্র ৩টি শট লক্ষ্যে রাখতে পেয়েছে মায়ামির আক্রমণভাগ।

আরও পড়ুন <> বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

জয় না পেলেও এমএলএসে টানা ম্যাচে অপরাজিত রয়েছে ফ্লোরিডার দলটি। চলতি মৌসুমে ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন লুইস সুয়ারেজ। মেসি না খেললেও একাদশে ছিলেন উরুগুয়ের তারকা। তিনিও গোল পাননি এ ম্যাচে।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগের ইস্টার্ন কনফারেন্সের টেবিলের শীর্ষে আছে মায়ামি। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে রয়েছে সিনসিনাটি। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় মেসির ইনজুরির।

এতে দুশ্চিন্তা বেড়েছে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার। চলতি মৌসুমে বেশ ঘনঘন ইনজুরিতে পড়ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাকে ছাড়াই বেশ কয়েকটি ম্যাচে খেলতে হয়েছে ইন্টার মায়ামিকে। সব মিলিয়ে লিগের ৫ ম্যাচে খেলা হয়নি মেসি।

চলতি বছর জুনে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা কাপ। 

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়