Apan Desh | আপন দেশ

চুরি যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাবেন যে ৩ উপায়ে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ২০ মে ২০২৫

চুরি যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাবেন যে ৩ উপায়ে

ফাইল ছবি

চুরি বা ছিনতাই হওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাওয়া এখন অনেক সহজ। যদি আগেই ফোনে কয়েকটি সেটিংস চালু করা থাকে। গ্যাজেট বিশেষজ্ঞরা বলছেন, মাত্র তিনটি গুরুত্বপূর্ণ অপশন চালু থাকলেই ফোন খুঁজে পাওয়া যাবে সহজেই। এমনকি চোর ফোন বন্ধ করতেও পারবে না।

ফোন চুরি হলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ জানানো উচিত। তবে নিচের সেটিংসগুলো আগে থেকে চালু থাকলে, ফোন চুরি হলেও দুষ্কৃতীরা সেটি ব্যবহার করতে পারবে না।

 ১. ফোন বন্ধ করতে গেলে পাসওয়ার্ড চাইবে
ফোনের Settings > Security & Privacy-এ গিয়ে ‌‘Require password to power off’ অপশনটি অন করে রাখুন। এতে কেউ ফোন সুইচ অফ করতে চাইলে পাসওয়ার্ড দিতে হবে। ফলে চোর ফোন বন্ধ করতে পারবে না, লোকেশন ট্র্যাক করা সহজ হবে।

২. এরোপ্লেন মোড চালু করা যাবে না
চোর যেন Airplane Mode অন করতে না পারে, তার জন্য ‘Swipe down to access notification panel from lock screen’ অপশনটি বন্ধ করে দিন। এতে ফোন লক থাকলে কেউ উপরের প্যানেল খুলতে পারবে না। ফলে অফলাইন করা বা এরোপ্লেন মোড অন করাও সম্ভব হবে না।

৩. ফোন অফলাইন থাকলেও লোকেশন দেখা যাবে
চোর সিম কার্ড খুলে ফেললেও ফোনের অবস্থান জানার উপায় আছে। এজন্য Google Settings > Find My Device-এ গিয়ে ‘Find your offline device without network’ অপশনটি চালু করে রাখুন। এটি থাকলে ফোনে নেটওয়ার্ক না থাকলেও লোকেশন দেখা যাবে।

স্যামসাং ব্যবহারকারীদের জন্য এটি আরও সহজ। শুধু Find My Mobile > Offline finding অপশনটি অন করে রাখলেই হবে। এতে সিম না থাকলেও ফোন খুঁজে পাওয়া যাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়