Apan Desh | আপন দেশ

কারখানায় ইঞ্জিনিয়ারের হাত থেঁতলে দিলো রোবট

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ২৮ ডিসেম্বর ২০২৩

কারখানায় ইঞ্জিনিয়ারের হাত থেঁতলে দিলো রোবট

ছবি: সংগৃহীত

ইলন মাস্কের টেসলা কারখানায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গুরুতর আঘাত করেছে একটি রোবট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কারখানায় রোবটটি ওই প্রকৌশলীকে আঁকড়ে ধরে তাঁর পিঠ ও হাতে ধাতব নখ দিয়ে আঘাত করে।

সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন মাধ্যমে জানা যায়, গাড়ি তৈরিতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অটোপার্ট সামলানোর জন্য এ রোবটটি তৈরি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ভুক্তভোগী ইঞ্জিনিয়ার এমন এক সফটওয়্যার নিয়ে কাজ করছিল যা দিয়ে রোবটকে নিয়ন্ত্রণ করা যায়। এ রোবটগুলো সদ্য ঢালাই করা অ্যালুমিনিয়াম পাত থেকে গাড়ির জন্য বিভিন্ন অংশ কেটে রাখে।

জানা যায়, ইঞ্জিনিয়ার ও তার দল রোবটগুলোর ওপর কাজ করার জন্য দুটি রোবটকে অফলাইন করেন। কিন্তু হঠাৎ একটি রোবট সচল রয়ে যায়। সেটিই ওই ইঞ্জিনিয়ারকে আঘাত করেছে।

এ ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন টেক্সাসের ট্র্যাভিস কাউন্টির স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুসারে, ওই ইঞ্জিনিয়ারের বাম হাত ও পিঠ কেটে গেছে। তবে তা কাজ থেকে বিশ্রাম নেয়ার মতো গুরুতর আহত হননি। এ বিষয়ে টেসলা এখনো কোনো বিবৃতি দেয়নি।

যুক্তরাষ্ট্রের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসনের প্রতিবেদন অনুসারে, এর আগে টেক্সাস গিগা কারখানার প্রতি ২১ জনের মধ্যে একজন কর্মী গত বছর আঘাতের শিকার হয়েছেন।

গত বছর এ অটোমোবাইল কারখানায় প্রতি ৩০ জনে একজন কর্মী আহত হয়েছেন। টেসলার বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী বলেছেন, এ প্রতিষ্ঠানটি সম্প্রতি শর্টকাট উপায়ে ব্যবস্থাপনা ও নির্মাণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে কর্মীরা ঝুঁকির মধ্যে পড়েছেন।

কয়েকটি সূত্র থেকে জানা যায়, যথাযথ নিরাপত্তার অভাবে প্রায়ই বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি কর্মীদের কাছাকাছিই বিপজ্জনকভাবে খুলে পড়েছে। অ্যামোনিয়ার সংস্পর্শে থাকার কারণে অনেক কর্মীই অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি এক কর্মীর গোড়ালি গাড়ির নিচে পড়ায় তিনি চার মাস পর্যন্ত কাজে আসতে পারেননি।

এর কয়দিন পরই আরেক কর্মীর মাথায় ধাতব বস্তুর আঘাত লাগে। এতে তিনি ৮৫ দিন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়