তারেক রহমান।
আগামীকাল (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন। শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
তারেক রহমান তার বার্তায় বলেন, ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারী মহান যিশুখ্রিষ্ট এ দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষে মানুষে সম্প্রীতির মহাবার্তা নিয়ে।
সব ধর্মের মূল বাণী মানুষের সেবা ও কল্যাণ উল্লেখ করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে দেশ ও দশের কল্যাণে একযোগে কাজ করতে হবে। যুগে যুগে মহামানবগণ নিঃস্বার্থ আত্মনিবেদনের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার পথপ্রদর্শক হয়েছিলেন। তারা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন অসত্যের বিনাশ ঘটিয়ে উন্নত নৈতিক উৎকর্ষতা অর্জনের মধ্য দিয়ে সমষ্টিগত সুখময় জীবন গড়ে তুলতে।
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এ দেশের সকল ধর্মের মানুষ আবহমানকাল থেকে স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। যিশুখ্রিষ্ট মানুষকে ভালোবাসতে, সেবা, ক্ষমা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































