এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম। ফাইল ছবি
বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম।
বুধবার (২৪ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন কর্নেল অলি অভিযোগ করেছেন, বিএনপি এলডিপিকে অবমূল্যায়ন করেছে। আমরা বিএনপিকে ১৪ জনের একটি শর্টলিস্ট দিয়েছিলাম। কিন্তু তারা সেটিকে গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা অপেক্ষা করলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেননি।
তিনি আরও বলেন, এলডিপিকে বাঁচাতে হলেও বিএনপি অন্তত আমাদের শর্টলিস্টটি বিবেচনায় নিতে পারত। আমরা তো বলিনি, শর্টলিস্টের সবাইকে মনোনয়ন দিতে হবে। কিন্তু কোনো গুরুত্বই দেয়া হয়নি।
এ পরিস্থিতিতে এলডিপি এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































