Apan Desh | আপন দেশ

‘হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২২:১৯, ২৪ ডিসেম্বর ২০২৫

‘হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে’

জামায়াতের আমীর

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার ফ্লাইওভারের ওপর থেকে এ ককটেলটি ছোড়া হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মগবাজার এলাকায় জনজীবন স্বাভাবিক ছিল। হুট করেই ফ্লাইওভারের ওপর থেকে নিচের রাস্তায় একটি ককটেল ছুড়ে মারা হয়। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় নিচে থাকা সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি এ নিন্দা জানান।

পোস্টে জামায়াত আমীর বলেন, আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন ও তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।

তিনি বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

প্রশাসনকে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়