Apan Desh | আপন দেশ

জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসনে ছাড় বিএনপির

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:২২, ২৩ ডিসেম্বর ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসনে ছাড় বিএনপির

সংবাদ সম্মেলন। ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মধ্যে সমঝোতা হয়েছে। দলটিকে ৪টি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

আরও পড়ুন : শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

তিনি বলেন, ‘এসব আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন বলেও জানান বিএনপি মহাসচিব। 

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়