Apan Desh | আপন দেশ

‘কুয়েটে মানুষরূপী কুকুরের কামড়া-কামড়িতে ম্লান তিস্তা কর্মসূচি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

‘কুয়েটে মানুষরূপী কুকুরের কামড়া-কামড়িতে ম্লান তিস্তা কর্মসূচি’

ফাইল ছবি

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ শিরোনামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেললেও কুয়েটের মারামারি ঘটনায় তা আড়ালে চলে গেছে। বিষয়টি মোটেও মেনে নিতে পারছেন না বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 

আরও পড়ুন<<>> ‘অতীত থেকে শিক্ষা না নিলে পরিণতি হবে ছাত্রলীগের মতো’

তার মতে খুলনা ও কুয়েটের কিছু মানুষরূপী কুকুরের কামড়া-কামড়ি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচি থেকে দেশের মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ইশরাক লিখেন, ভাষাগত নিয়ন্ত্রণ পুরা না হারিয়ে বলতে চাই খুলনা ও কুয়েটের কিছু কুকুর সমতুল্য দুর্বৃত্তের কারণে বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক একটি আন্দোলন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে তিস্তা বেষ্টিত উত্তরবঙ্গের পাঁচটি জেলার এগারোটি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি থেকে জাতীয় পর্যায়ে যে জাগরণ সৃষ্টি হওয়ার উচিত ছিল, সেটিকে অনেকটাই ম্লান করে দিয়েছে।

তিনি আরও লিখেন, ভারতের অন্যায় ও অবৈধ আচরণের কারণে কয়েক দশক ধরে দুই কোটি জনগণের আহাজারি নিরসনের এ কর্মসূচি কয়েকটি মানুষরূপী কুকুরের কামড়া-কামড়িতে দেশের মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেয়ার কাজটি করল।

ইশরাকের ভাষ্য, কুকুরগুলো কোন দল করে জানি না, প্রয়োজনও নেই। যারাই দোষী তাদেরকে খাঁচাবন্দি করার দায়িত্ব পুলিশের। তারা সেটি করতে ব্যর্থ  হলে তাদেরকেও ষড়যন্ত্রের অংশীদার হিসাবেই গণ্য করতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়