Apan Desh | আপন দেশ

বিচার না পেলে কাল ফের শাহবাগ অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ২০ ডিসেম্বর ২০২৫

বিচার না পেলে কাল ফের শাহবাগ অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

ছবি: আপন দেশ

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের অগ্রগতি না জানালে আগামীকাল আবারও শাহবাগ অবরোধ করার ঘোষণা দেয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এ ঘোষণা দেন।

শাহবাগের জমায়েত থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারকে এ হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি জানাতে হবে। দাবি মানা না হলে আগামীকাল রোববার বিকেল সোয়া ৫টায় পুনরায় শাহবাগ অবরোধ করা হবে। আজকের মতো শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন>>>বিদ্রোহী কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী ওসমান হাদি

এর আগে, কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার হাদির জানাজা সম্পন্ন হয়। তার বড় ভাই জানাজার নামাজ পড়ান। হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় তার মরদেহ। এদিন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই হাসপাতাল ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আজ শনিবার দেশে রাষ্ট্রীয় শোক চলছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়