ছবি : আপন দেশ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সরাসরি জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্র শক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শাহবাগ ব্লকেড করে এই দাবি জানান সংগঠনটির নেতারা।
এ সময় দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছেন।
জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে যাতে জনদুর্ভোগ কম হয়।’
আরও পড়ুন : হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
আন্দোলনকারীরা বলেন, ‘দেশের পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যর্থ হয়েছেন। দেশের জনগণের স্বার্থে সব ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































