ঢাকার মেট্রোরেল। ছবি : সংগৃহীত
লাইনের তারে একটি ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) মেট্রোরেলের আগারগাঁওয়ে স্টেশনসহ অন্য স্টেশন থেকে মাইকিং করে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও মেট্রোর এক যাত্রী দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে জানান, মেট্রোর তারে ঘুড়ি আটকে যাওয়ার খবর জানিয়ে ট্রেন বন্ধ থাকার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : জাতীয় নির্বাচন-গণভোটের সময় জানালেন প্রধান উপদেষ্টা
এর আগে রোববার (৩০ ডিসেম্বর) রাতে ২ কিশোর মেট্রোর ছাদে উঠে পড়লে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































