ফাইল ছবি। বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও উন্নতির দিকে রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা অব্যাহত আছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থার অগ্রগতি হয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে তিনি বলেন, মেডিকেল বোর্ডের নিবিড় নজরদারির মধ্য দিয়ে চিকিৎসা সুষ্ঠুভাবে এগোচ্ছে।
দলীয় সূত্র জানায়, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
ঢাকায় হাসপাতালে বেগম খালেদা জিয়ার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































