ছবি: আপন দেশ
বাংলাদেশের সাঙ্গে সম্ভাবনাময় ভবিষ্যৎ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ৫টি দেশের রাষ্ট্রদূত।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশনের এক সেশনে এমনটাই জানান তারা। তাদের মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, কসভো, জার্মানি, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। তারা জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী তাদের দেশ।
ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেওমস গোল্ডম্যান বলেন, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাজ্য। এছাড়া জলবায়ু সহনশীল পরিস্থিতি তৈরিতেও কাজ করছে তার দেশ। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা গঠনে বাংলাদেশের পাশে থাকবে সিউল।
আরও পড়ুন<<>>ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
অপরদিকে, বাংলাদেশে নিযুক্ত কসভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, ছোট দেশ হলেও বাংলাদেশে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে তার দেশ। এছাড়া, আস্থার সম্পর্ক বজায় রেখে উন্নয়ন ও বাণিজ্যিক সম্পর্ককে দৃঢ় করতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে বলে জানান জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল বলেন, শিক্ষা, জলবায়ু ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইতিবাচক গুরুত্ব দেয় অস্ট্রেলিয়া।
আপন দেশ/ এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































