
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার চলে আসতে পারে। এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শুধু প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন করে গড়তে হবে দেশ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটা শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়। জুলাই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের নতুন পথ রচিত হবে। সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়, মনের গভীরতর জায়গার সংস্কার করতে হবে। গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার চলে আসতে পারে।
তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেনো, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কখনও নীরবতা দমন বা দেশের জনগণকে ধ্বংস করা না যায়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।