Apan Desh | আপন দেশ

ইংরেজিতে সেক্রেটারিয়েট বানান পারলে ছেড়ে দেব—শিক্ষার্থীকে ডিসি, অতঃপর...

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:১৪, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২০:২০, ২২ জুলাই ২০২৫

ইংরেজিতে সেক্রেটারিয়েট বানান পারলে ছেড়ে দেব—শিক্ষার্থীকে ডিসি, অতঃপর...

সচিবালয়ে আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী ও ডিসি মাসুদ।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে। কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন তারা।

এ সময় এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তখন সেখানে উপস্থিত রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ওই শিক্ষার্থীকে বলেন, ইংরেজিতে সেক্রেটারিয়েট বানান করতে পারলে ছেড়ে দেব। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে ডিসি মাসুদকে ওই শিক্ষার্থীকে বলতে শোনা যায়, সচিবালয়ের ইংরেজি সেক্রেটারিয়েট। যদি ইংরেজিতে সেক্রেটারিয়েট বানান করতে পার, তাহলে ছেড়ে দেব। ওই শিক্ষার্থী বানান করতে গিয়ে বলেন, ‘SECETARY’।  এ সময় ডিসি মাসুদ শুদ্ধরূপে তাকে বানানটি (SECRETARIATE) করে শোনান। তারপর ওই শিক্ষার্থীকে বলেন, তুমি তো সব উল্টা-পাল্টা করে ফেলছ। তুমি তো বানান করতে পারলা না, তাহলে কেমনে ছাড়ব। 

পরবর্তীতে ডিসি মাসুদ ওই শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, তুমি কি পরীক্ষার্থী? জবাবে ওই শিক্ষার্থী বলেন, হ্যাঁ। তখন কলেজের নাম জিজ্ঞেস করলে ওই শিক্ষার্থী জানান, তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এ সময় ডিসি মাসুদ তাকে এইচএসসি’র পূর্ণরূপ জিজ্ঞেস করলে তিনি বলেন, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তখন ডিসি মাসুদ বলেন, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে তো এসএসসি। তখন ওই  শিক্ষার্থী আবার বলেন, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা হেসে ওঠেন। তখন ডিসি মাসুদ ওই শিক্ষার্থীকে চলে যেতে  বলেন। 

এর আগে, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময়  তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়