Apan Desh | আপন দেশ

ঢাকায় ফিরছে কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ২১ জুন ২০২৪

ঢাকায় ফিরছে কর্মজীবীরা

ছবি: সংগৃহীতgD

পরিবারের আনন্দ ভাগাভাগি শেষে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছে। ট্রেন-লঞ্চ ও বাসে যাত্রীচাপ না থাকায় ফেরার যাত্রাটা অনেকটা স্বস্তির হচ্ছে। ফিরতি যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের। শনিবারে থেকে যাত্রীচাপ বাড়তে পারে বলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২১ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ স্টেশন, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, কেউ একাকী আবার কেউবা পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ফিরছেন। 

বেসরকারি চাকরিজীবী মনোয়ার হোসেন। আসছেন বগুড়া থেকে। বলেন, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি গিয়েছিলাম। ছুটি শেষ হওয়ায় চলে এসেছি। যাত্রীচাপ কম হওয়ায় ভোগান্তিও হয়নি।

পাবনা থেকে আসা সায়ান বলেন, এবার ঢাকায় আসতে তেমন একটা ভোগান্তি হয়নি। টিকিট নিয়েও বিড়ম্বনা পোহাতে হয়নি। আর ট্রেনের শিডিউল বিপর্যয়ের মতো ঘটনাও ঘটেনি। সব মিলিয়ে ঈদযাত্রা ভালোই হয়েছে।

এদিকে সদরঘাট লঞ্চঘাটেও একই অবস্থা দেখা গেছে। স্বস্তিতে ঢাকায় ফিরছেন ঈদে গ্রামে যাওয়া মানুষ। যাত্রীর তেমন চাপ নেই।

যাত্রাবাড়ী-সায়েদাবাদ, গাবতলী এবং মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরছে। তবে খুব বেশি ভিড় নেই। তবে এসব স্টেশনে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের উপস্থিতিও দেখা গেছে। 

গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অল্প যাত্রী নিয়ে দূরপাল্লার বাস গাবতলীতে ঢুকছে। যানবাহনের চাপ কম থাকায় আমিনবাজার ব্রিজ (পর্বতা) থেকে মাজার রোড পর্যন্ত বেশিরভাগ সময় ফাঁকা ছিল।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়