Apan Desh | আপন দেশ

রোহিঙ্গা সন্দেহে থাইল্যান্ডে ৭০ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৯:৩৯, ১৬ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা সন্দেহে থাইল্যান্ডে ৭০ অভিবাসী আটক

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপে ৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে কমপক্ষে ৩০ শিশু রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই মিয়ানমার থেকে আসা বলে দাবি করছে পুলিশ। তবে তারা রোহিঙ্গা কি না, তা নিশ্চিত করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় পুলিশ কমান্ডার সোমকানে ফোথিস্রি জানান, আটককৃতরা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেছিল। শনিবার (১৬ নভেম্বর) থাইল্যান্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে খবর রয়টার্সের।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে মনে করা হয়। এমনকি কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করে এলেও দেশটিতে তাদের নাগরিকত্বও দেওয়া হয় না। দেশটিতে ব্যাপক নির্যাতন-নিপীড়নের শিকার হন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা।

বছরের পর বছর ধরে, বিশেষ করে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত যখন সমুদ্র শান্ত থাকে, তখন অনেক রোহিঙ্গা কাঠের নৌকায় চেপে থাইল্যান্ড এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। তাদের অনেকের গন্তব্য থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়