Apan Desh | আপন দেশ

আবেদনময়ী লুকে অনুরাগীদের সামনে দীঘি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ২১ জুন ২০২৫

আপডেট: ১৭:৪৩, ২১ জুন ২০২৫

আবেদনময়ী লুকে অনুরাগীদের সামনে দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

শোবিজ অঙ্গনের পরিচিতি মুখ ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। জনপ্রিয় এ অভিনেত্রীর শুরুটা শিশুশিল্পী হিসেবে হলেও সময়ের সঙ্গে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন নতুন সিনেমা। যদিও তিনি শিশুশিল্পী হিসেবেই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তবে সময়ের সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন নায়িকা হিসেবেই। বর্তমানে দীঘির সিনেমার ব্যস্ততা একেবারে কম নয়। অভিনেতা মামনুন ইমনের বিপরীতে একটি নতুন সিনেমায় তাকে দেখা যাবে।

সূত্র জানায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প 'দেনাপাওনা' এবার বড়পর্দায় আসছে। পরিচালক সাদেক সিদ্দিকীর নির্মাণে সরকারি অনুদানের এ সিনেমার গল্পের নামেই নির্মিত হবে। অোর তাতে অভিনয় করবেন দীঘি।

আরওপড়ুন<<>>গোপনে দেশ ছাড়লেন মাহিয়া মাহি

গত ঈদুল ফিতরে এম রহিম পরিচালিত 'জংলি' সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যায় দীঘিকে। এরপর আর কোনো নতুন কাজে দেখা যায়নি এ অভিনেত্রীকে। তবে প্রেক্ষাগৃহে অন্যান্য নায়িকার পাশাপাশি সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন বেশ দাপুটে অবস্থানে দোয়েল কন্যা।

এছাড়া পর্দার বাইরে সামাজিক মাধ্যমে সরব থাকেন দীঘি। বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেন এবং ভক্তদের সামনে নিয়মিতই ধরা দেন তিনি। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন দীঘি।

এতে দেখা যায়, একটি নীল-সোনালি গাউন পরে পোজ দিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। তবে আগের তুলনায় দীঘির এবারের উপস্থিতি ছিল অনেকটাই সাহসী ও খোলামেলা। ভক্ত-অনুরাগীদের মাঝে দীঘির এ মোহনীয়-আবেদনময়ী লুক যে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে তা আর বলার বাকি রাখে না।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়