Apan Desh | আপন দেশ

চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ৩১ মে ২০২৫

চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু আর নেই

মুজিবুর রহমান দুলু

আটবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু (৭৩) মারা গেছেন। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফিল্ম এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু গনমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে অভিযোগ উঠেছে, ছোট ছেলে ও তার স্ত্রীর শারীরিক নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন দুলু। এ ঘটনায় চলচ্চিত্রপাড়ায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি ‘গুজব’ বলে মন্তব্য করেছেন দেবু।

তিনি বলেন, আমিও প্রথমে এমনটা শুনেছিলাম। তবে দুলুর শ্যালিকা হামিদার সঙ্গে দেখা হলে তিনি বলেন, যা রটেছে তা সম্পূর্ণ গুজব। অনেক আগে বিছানা থেকে নিচে পড়ে গিয়েছিলেন মুজিবুল হক দুলু। ওই সময় বাসায় তখন কেউ ছিলেন না। সেই ঘটনাকে কেন্দ্র করেই এখন ছেলে ও তার স্ত্রীকে নিয়ে গুজব ছড়িয়েছে।

আরওপড়ুন<<>>বাবা-ছেলের ছবি, আবারও অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ

জানা যায়, জ্বর, সর্দিসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন দুলু। তার স্ত্রী সুরাইয়া রহমান মারা গেছেন অনেক আগেই। মৃত্যুকালে এ চিত্র সম্পাদক দুই ছেলেকে রেখে গেছেন। বড় ছেলের নাম চৌধুরী মাহবুবুর রহমান মিশু। সে আমেরিকা প্রবাসী। ছোট ছেলের নাম চৌধুরী মহিদুর রহমান রুশো।

উল্লেখ্য, ১৯৫২ সালের ৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন মুজিবুর রহমান দুলু। কর্মজীবনে দিন যায় কথা থাকে, ভাত দে, মেঘের কোলে রোদ, নাগরদোলা ও ইতিহাসের মতো আলোচিত সিনেমার সম্পাদনা করেছেন তিনি। চলচ্চিত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়