Apan Desh | আপন দেশ

নিটারে ‘নিটার ইসলামিক কনফারেন্স’ অনুষ্ঠিত 

নিটার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৫৬, ১২ নভেম্বর ২০২৪

নিটারে ‘নিটার ইসলামিক কনফারেন্স’ অনুষ্ঠিত 

নিটার কেন্দ্রীয় মাঠে ‘নিটার ইসলামিক কনফারেন্স-২০২৪’। ছবি আপন দেশ

ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ অনুষ্ঠিত হলো ‘নিটার ইসলামিক কনফারেন্স ২০২৪’। নিটার ইসলামিক সোসাইটির আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) নিটার কেন্দ্রীয় মাঠে ‘নিটার ইসলামিক কনফারেন্স-২০২৪’ সম্পন্ন হয়। 

ইসলামিক কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)-এর গবেষণা কর্মকর্তা শায়খ মোক্তার আহমেদ। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা শায়খ আবু তাসমিয়া আহমেদ রফিক ও লেখক শায়খ জাকারিয়া মাসুদ। এ ছাড়া পবিত্র কিরাত পরিবেশন করেন কারি শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি, নাশিদ শিল্পী হিসেবে ছিলেন আবু উবায়দা ও মুশফিক বিন জামিল।

কনফারেন্সের উদ্বোধনে নিটারের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. শাহরিয়ার সবুক্তাগিনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য দেন। বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে ইসলামিক মূল্যবোধ ও জীবনধারার ওপর আলোকপাত করেন। শায়খ আবু তাসমিয়া আহমেদ রফিক বর্তমান সমাজে পশ্চিমা সংস্কৃতির প্রভাব ও দ্বিচারিতার বিষয়টি তুলে ধরে সেক্যুলারিজম নিয়ে আলোচনা করেন।

কনফারেন্সের অন্যতম আকর্ষণ ছিল লাইভ কুইজ ও ওপেন বুক কুইজ প্রতিযোগিতা। আলোচনার পর পরই উপস্থিত শিক্ষার্থীদের জন্য লাইভ কুইজ অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রধান আলোচক শায়খ মোক্তার আহমেদ নবী ও রাসূলদের জীবন থেকে শিক্ষণীয় দিকগুলো তুলে ধরে যুবসমাজকে ইসলামের পথে চলার আহবান জানান।

পরবর্তীতে নাশীদ শিল্পীদের সুরের মূর্ছনায় খোদা ও রাসুলের প্রশংসা করেন নিটারিয়ানরা। 

এছাড়া ইসলামিক কনফারেন্সের পাশাপাশি বেশ কয়েকটি ইসলামি বুক স্টলের ও আয়োজন করা হয়। শিক্ষার্থীরা এতে আরো উৎসুক হয়ে উঠেন। সকলের জন্য সন্ধ্যার নাস্তা ও রাতে খাবারের ও আয়োজন করা হয়। নিটারিয়ানরা প্রতি বছর এমন আয়োজনে বেশ উৎসাহ দেখিয়েছেন। উক্ত ইসলামিক কনফারেন্স আয়োজনের কারণে তারা নিটার ইসলামিক সোসাইটির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান