Apan Desh | আপন দেশ

বরিশালে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ, বিত্তবানদের এগিয়ে আসার আহবান

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:১২, ৪ জানুয়ারি ২০২৬

বরিশালে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ, বিত্তবানদের এগিয়ে আসার আহবান

ছবি: আপন দেশ

বরিশালের বানারীপাড়ার সোনাহার ও সাকরালের গুচ্ছগ্রাম ও স্থানীয় শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ‌‌আমিনা খাতুন ফাউন্ডেশন ও এসকেএস। 
রোববার (০৪ জানুয়ারি) সকালের কম্বল বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন দুটি দীর্ঘদিন ধরে গরীব ও দুস্থদের সহায়তা দিয়ে আসছে। আমিনা খাতুন ফাউন্ডশন মেধাবী শিক্ষার্থীদের গত ২০ বছর যাবৎ বৃত্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  এছাড়াও মসজিদ, মাদ্রসা, অসুস্থ্য ও অসহায় মানুষের পাশে থাকে সবসময়।

এসকেএস ও (সোনাহার কল্যাণ সংস্থা) ২০২৩ সাল থেকে সামাজিক, মানষিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। গত কয়েকদিনের কনকনে শীতে নদীর পারে গুচ্ছগ্রামের অসহায় মানুষগুলো শীতে যুবুথুবু কাতর। তারা আগামী শীতের জন্য আতংকে দিন কাটাচ্ছে। উপজেলার গ্রামগুলোতেও অনেক শীতার্ত মানুষ রয়েছে যারা শীতের কাপড় কিনতেও পারছে না, কারো কাছে চাইতেও পারছে না। এছাড়া আর্থিক সংকটে নাানা সমস্যায় পতিত। কাজের অভাব, সু-পেয় পানির অভাব, খাদ্যের অভাব ও অসুখ-বিসুখ লেগেই আছে। স্থানীয় গণমান্য ব্যক্তিরা এ কম্বল বিতরণ কার্যক্রমকে একটি মহতি উদ্যোগ বলে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন-উপদেষ্টা-আমির হোসেন মোল্লা। কম্বল বিতরণ করেন এসকেএস-এর সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার ও পরিকল্পনা সম্পাদক হেমায়েত হোসেন মতিন সিকদার। আরো উপস্থিত ছিলেন-  কাজী সেলিম আহমেদ, লুৎফুল কাজী, ফিরোজ কাজী, কাশেম মৃধা, রাফসান রাব্বি, হাবিবুর রহমান, কামরুল ও নবীনসহ আরো অনেকে।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই তারাও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

মহতী এ কাজের জন্য যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানান সংগঠন দুটির প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মানিক ও সাংবাদিক মিজান রহমান। যাদের সামর্থ আছে তারা যেন অসহায় মানুষের নানা সমস্যা সমাধানে এগিয়ে আসেন। আগামীতে আরো
সহায়তা হাত বাড়ান এ আশা ব্যক্ত করেন তারা। -বিজ্ঞপ্তি

আপন দেশ/এবি  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়