ছবি: আপন দেশ
দীর্ঘ ১৮ বছরের নির্বাসন কাটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচলে বিশাল সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। প্রিয় নেতাকে স্বাগত জানাতে টাঙ্গাইল জেলা থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
নেতাকর্মীদের যাতায়াত সহজ করতে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিশেষ ব্যবস্থাপনায় একটি 'স্পেশাল ট্রেন' রিজার্ভ করা হয়েছে। ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন থেকে ছাড়বে। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনটি আবার টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবে।
শুধু ট্রেন নয়, সড়কপথেও নেতাকর্মীদের যাওয়ার জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, পুরো জেলা থেকে প্রায় ২০০টি বাস ঢাকা যাবে। এর মধ্যে টাঙ্গাইল শহর থেকেই ছাড়বে ১০০টি বাস। এছাড়া কয়েকশ মাইক্রোবাস, হাইস ও ব্যক্তিগত গাড়ি বহরে যুক্ত থাকবে।
জেলা ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের পক্ষ থেকে আলাদা আলাদা প্রস্তুতি নেয়া হয়েছে। নেতাকর্মীদের জন্য বিশেষ টি-শার্ট ও টুপির ব্যবস্থা করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উদ্দীপনা কাজ করছে। যুবদলের পক্ষ থেকেও প্রায় ৬ থেকে ৭ হাজার নেতাকর্মী অংশ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীরা আজ রাত থেকেই রওনা দিতে শুরু করেছেন। সদরের জন্য স্পেশাল ট্রেন ছাড়াও প্রতিটি উপজেলা থেকে অন্তত ১০টি করে বাস ঢাকা যাবে।
কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা ফিরছেন। এই আনন্দ শুধু বিএনপির নয়, সারা দেশের মানুষের। টাঙ্গাইল থেকে হাজার হাজার মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো ঢাকায় ছুটে আসবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































