Apan Desh | আপন দেশ

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৬, ১০ মার্চ ২০২৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ যাত্রী নিহত

ছবি : আপন দেশ

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুর গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের নওয়াব আলীর ছেলে আবুল কাশেম (৫০)।

ফুলপুর থানার ওসি আবদুল হাদি তিন জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

ওসি আবদুল হাদি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়