Apan Desh | আপন দেশ

কুয়াশা-মেঘে ঢাকা সূর্য, শীতে বিপর্যস্ত জনপদ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৩, ২৪ জানুয়ারি ২০২৫

কুয়াশা-মেঘে ঢাকা সূর্য, শীতে বিপর্যস্ত জনপদ

ছবি : আপন দেশ

পাঁচদিন ধরে সূর্যের দেখা নেই দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। এতে করে দিনের তাপমাত্রাও হ্রাস পেয়ে হিমবাতাসে বেড়েছে শীতের তীব্রতা। কয়েকদিন ধরে কুয়াশার চাদরে ঢাকা থাকায় বিপর্যস্ত পরিস্থিতিতে পড়েছে উত্তরের এ জনপদ। বৃষ্টির মতো ঝরছে বরফ শিশির। কুয়াশার কারণে ঠিকমত কাজ করতে না পারায় আয় রোজগার কমেছে নিম্ন আয়ের মানুষদের। ফলে পাল্লা দিয়েছে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগ। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। একই দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ভোর থেকেই ঘন কুয়াশা ঢাকা প্রকৃতি। শৈত্য হাওয়ায় হাড়কাঁপছে কনকনে শীতে। বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর তুষারপাতের মতো ঝরছে হিমশিশির। এতে দূর্ভোগে পড়েছেন পাথর শ্রমিক, ভ্যান চালক, চা শ্রমিক, দিন মজুর থেকে নিম্ন আয়ের মানুষগুলো। শীতে আয় রোজগার কমে গেছে। একদিকে দৈনন্দিন বাজার, আরেক দিকে রোগের চিকিৎসা সবমিলিয়ে পরিস্থিতি বিপাকে পড়েছেন তারা। শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়লেও আজকে তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে এসেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়