বনশ্রীতে বড় পরিসরে চালু হলো ‘স্বপ্ন’
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ বনশ্রী এলাকার ডি ব্লকে আরও বড় পরিসরে তাদের নতুন আউটলেট চালু করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ আউটলেটটি উদ্বোধন করা হয়। এটি স্বপ্ন`র ৭৩৩তম আউটলেট।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন` -এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিজিওনাল হেড অব (অপারেশনস) আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অব (অপারেশনস) কামরুজ্জামান স্বাধীনসহ অনেকে।
০৫:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার