ভূমি মন্ত্রণালয়ের লোকাল টেন্ডারে কারস্বার্থে বিদেশি কোম্পানি
ভূমি মন্ত্রণালয়ের অধীনে ডিএলআরএস-এর ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের জন্য সক্ষমতা বৃদ্ধিকরণ’ নামক প্রকল্পের নামে বিদেশি কোম্পানিকে আনা হয়েছে। ওই কোম্পানিকে জায়েজ করতে প্রথম টেন্ডার বাতিল করা হয়েছে। নতুন শর্ত যুক্ত করে দেয়া হয়েছে দ্বিতীয় দফার টেন্ডার। আর এ ঘটনায় পর্দার আড়ালে রশি টানছেন পলাতক শেখ হাসিনার ভাই শেখ সেলিম। তারই ঘনিষ্ঠজন তামজিদকে এ প্রকল্পের কাজ দিতে মরিয়া অধিদফতরের ডিজিসহ চক্রটি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাত দিনেই দেখিয়েছেন নয়া কারিশমা। ফলে টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
০৫:৫৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার