Apan Desh | আপন দেশ

ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৮, ২ জানুয়ারি ২০২৬

ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছে বিএনপি

ছবি : আপন দেশ

রাজধানীজুড়ে নেতাকর্মীদের নামে-বেনামে থাকা সব ধরনের ব্যানার-ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছে বিএনপি। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘একটা সভ্য দেশে রাস্তার ধারে বাসাবাড়ি কিংবা যেখানে সেখানে ব্যানার লাগানো সোভা পায় না। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে ব্যানার লাগানো যেতে পারে। কিন্তু যখন কর্মসূচি শেষ, তখন আমাদেরই দায়িত্ব সেসসব মুছে ফেলা কিংবা সরিয়ে ফেলা।’

তিনি বলেন, ‘ব্যানার-ফেস্টুন রাজনৈতিক মতপ্রকাশের মাধ্যম হলেও এতে যদি নাগরিক অধিকার লঙ্ঘন হয় এবং সৌন্দর্য নষ্ট হয় তা সঠিক নয়। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল এবং ছাত্রদলের বৈঠকে রাজধানী থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন : ঘন কুয়াশায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ব্যানার আরও কিছুদিন রাখা হবে। তবে অন্য ব্যানার আগে সরিয়ে ফেলা হবে।’

তিনি আরও বলেন, ‘শহরের ব্যানার-ফেস্টুন অপসারণের দায়িত্ব যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশজুড়ে এ কর্মসূচি পালন করা হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়