ফাইল ছবি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। কিন্তু কোন আসন থেকে লড়বেন, কোনো জোটে বা দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণাই তিনি দেননি। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তার জরুরি সংবাদ সম্মেলন নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে, জাতীয় নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করবেন।
আরও পড়ুন<<>>কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল
উপদেষ্টার দফতর সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































