Apan Desh | আপন দেশ

অগ্রণী ব্যাংকের লকারে হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৬, ২৬ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:০১, ২৬ নভেম্বর ২০২৫

অগ্রণী ব্যাংকের লকারে হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার 

ছবি : আপন দেশ

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রক্ষিত দুটি লকারে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। জব্দ করা দুই লকারে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিআইসির এক কর্মকর্তা। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংটিতে অভিযানের পর তিনি বলেন, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার দুটি বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। ভল্ট দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। 

অপরদিকে, একইদিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত ভল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে পূবালী ব্যাংকের ওই ভল্টে কেবল একটি পাটের বস্তা পাওয়া গেছে।

আরও পড়ুন<<>>অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ শুরু আজ

সিআইসি সূত্রমতে, ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি ভল্ট বা লকার জব্দ করে সিআইসির কর্মকর্তারা। 

এর আগে ১০ সেপ্টেম্বর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে একটি লকার জব্দ করেছে সিআইসি। অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান শাখায় শেখ হাসিনার নামে দুইটি লকার পাওয়া গেছে। এর মধ্যে প্রথম লকারের নাম্বার হলো ৭৫৩, চাবি নাম্বার ২০০। আর দ্বিতীয় লকার নাম্বার হলো ৭৫১, চাবি নাম্বার ১৯৬। আইনি প্রক্রিয়া শেষে দুইটি লকার জব্দ করা হয়েছে। তবে লকারে কি রয়েছে তা জানা যায়নি।

অপরদিকে, ১০ সেপ্টেম্বর বুধবার সকালে পূর্বালী ব্যাংক মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি। লকার নং-১৮। এ লকারের দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ‘অনুসন্ধানে বাধা দিলে তালিকা প্রকাশ করবে দুদক’ চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’ শেখ হাসিনাসহ ১৭ আসামির প্লট দুর্নীতি মামলার ১ ডিসেম্বর বগুড়ায় দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন জাতিকে একটি সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ১২৪ অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ শুরু আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ পাকিস্তানের বিমান হামলায় ১০ আফগান নিহত