Apan Desh | আপন দেশ

শাপলা প্রতীক নিয়ে জটিলতায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:২৭, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৪৬, ৪ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীক নিয়ে জটিলতায় এনসিপি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন কঠিন রাজনৈতিক সংকটে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় নির্বাচনের আর মাত্র পাঁচ মাস বাকি। এ পরিস্থিতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে অভ্যুত্থানকারীদের গড়া রাজনৈতিক দল এনসিপি। তারা নিবন্ধনও পেয়েছে। তবে যত গোল প্রতীক নিয়েই ।

এনসিপি নেতারা তাদের নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা-কে চাইছেন। কিন্তু নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, তারা এ প্রতীক দিতে পারছে না। ইসি এনসিপিকে তাদের তালিকাভুক্ত অন্য ৫০টি প্রতীক থেকে পছন্দের একটি বেছে নিতে বললেও, এনসিপি অনড়—শাপলাই তাদের চাই।

এনসিপি গত ফেব্রুয়ারিতে গঠনের সময় থেকেই শাপলাকে তাদের প্রতীক হিসেবে তুলে ধরে প্রচার শুরু করে। তবে এর শুরু থেকেই আপত্তি ওঠে। কারণ শাপলা একদিকে জাতীয় ফুল। অন্যদিকে এটি জাতীয় প্রতীকের অংশও বটে। এনসিপি নেতাদের ধারণা, শাপলা ফুল সবার কাছে পরিচিত হওয়ায় এটি ভোটে তাদের বাড়তি সুবিধা দেবে।

আরও পড়ুন>>>‘কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি’

এ প্রতীক চাওয়ার পেছনে আরও একটি রাজনৈতিক দিক রয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের একটি সমাবেশ পণ্ড হয়েছিল। আওয়ামী লীগ সরকার ‘গণহত্যা’ চালায়। যেহেতু এনসিপির সঙ্গে হেফাজতের ঘনিষ্ঠতা দৃশ্যমান ও হেফাজতের ভোট টানার সুবিধা পেতে পারে এনসিপি। এনসিপি নেতাদের কথায়ও এ বিষয়টি উঠে এসেছে।

ইসি’র অবস্থান ও এনসিপি’র পরবর্তী পদক্ষেপ
দীর্ঘ জল ঘোলা হওয়ার পর, ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এনসিপিকে একটি চিঠি দিয়ে জানিয়েছে, তাদের চাওয়া অনুযায়ী শাপলা প্রতীক দেয়া যাচ্ছে না। আগামী ৭ অক্টোবরের মধ্যে ইসি'র তালিকাভুক্ত আলমিরা, কলম, মোবাইল ফোন, ফুটবল, হাঁস, হেলিকপ্টারসহ ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিয়ে জানাতে বলা হয়েছে। যদিও এনসিপি তাদের প্রথম আবেদনে শাপলা না পেলে কলম ও মোবাইল ফোন-এর কথা উল্লেখ করেছিল, পরে তারা প্রতীক সংশোধন করে ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’ চেয়েছে—যা কোনোটিই ইসির তালিকায় নেই।

ইসি’র চিঠি প্রসঙ্গে এনসিপি’র যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম বলেন, ইসি তাদের আগের দুটি চিঠি বা আবেদন নিষ্পত্তি না করেই নতুন চিঠি দিয়েছে। যা ‘আইনানুগ হয়নি’। তিনি জানান, তারা নির্ধারিত সময়ের মধ্যে চিঠির জবাব দেবেন। শাপলা প্রতীকের বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করার চিন্তা করছেন। তবে সে মোকাবিলার কৌশল তিনি স্পষ্ট করেননি।

এদিকে শনিবার (০৪ অক্টোবর) এনসিপি'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতীক নিয়ে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ তুলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এনসিপি’র নির্বাচনী প্রতীক শাপলাই হবে।

নাগরিক ঐক্যের সভাপতির সমর্থন: শাপলা দিলে মামলা করব না
এনসিপি’র আগে নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল। কিন্তু তাদের দেয়া হয় কেটলি প্রতীক। এ পরিস্থিতিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এনসিপিকে সমর্থন জানিয়েছেন। তিনি ফেসবুকে ঘোষণা করেছেন, এনসিপিকে যদি শেষমেশ ইসি শাপলা প্রতীক দেয়, তাহলে তিনি কোনো মামলা করবেন না। মান্না বলেন, তাকে জাতীয় প্রতীকের কারণে শাপলা দেয়া না হলে, নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারে না। তবে তিনি জুলাই অভ্যুত্থানকারী এ দলের প্রতি ‘দরদি’ ও শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে তিনি মামলা না করার অঙ্গীকার করেছেন।

সাংগঠনিক বিস্তার ও অন্যান্য বিষয়ে এনসিপি’র অবস্থান
ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি’র মুখ্য সংগঠক সারজিস আলম দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও কথা বলেন। তিনি জানান, বর্তমানে এনসিপি'র প্রথম কাজ হলো সাংগঠনিক বিস্তৃতি। আগামী ১৫ দিনের মধ্যে জেলা আহবায়ক কমিটি ও নভেম্বরের মধ্যে সব কমিটি গঠন শেষ করার লক্ষ্যে সারাদেশে সাংগঠনিক সভা চলছে।

এছাড়াও তিনি আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য জাতীয় পার্টিকে অভিযুক্ত করেন। তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। ছাত্রদল প্রসঙ্গে তিনি বলেন, স্কুলপর্যায়ে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ছাত্রদলের কমিটি দেয়ার তীব্র নিন্দা জানাচ্ছে এনসিপি।

নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, জামায়াতে ইসলামী ও কিছু ইসলামিক দল পিআর (Proportional Representation) পদ্ধতির জন্য আন্দোলন করছে। এ প্রসঙ্গে সারজিস আলম বলেছেন, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে মাঠে আন্দোলন করছে। আগামীতেও করবে। এনসিপির অবস্থান একদম স্পষ্ট, উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রাসঙ্গিক। তবে নিম্নকক্ষে পিআর বাস্তবায়নের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়