Apan Desh | আপন দেশ

‘ভোটের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ১ জুলাই ২০২৫

আপডেট: ২০:২৮, ১ জুলাই ২০২৫

‘ভোটের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি’

প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসিন উদ্দিন। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসিন উদ্দিন।

মঙ্গলবার (০১ জুলাই) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। এতদিন ওই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দফতার বা ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তারপরও কিছু বিষয় আলোচনায় এসেছে। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। আমি তাকে জানিয়েছি, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক।

আগামী ফেব্রুয়ারি-এপ্রিল মাসকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। 

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়