 
										ইটিভি ভবনে আগুন
রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি (ইটিভি) ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচ তলায় পেয়ার রেস্টুরেন্টে আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে জাহাঙ্গীর টাওয়ারের নিচ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান। তিনি বলেন, (ইটিভি) ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচ তলায় পেয়ার রেস্টুরেন্টে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।
পরে ৮টা ২৬ মিনিটে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































