ভারত তার স্থলবন্দর ও বিমানবন্দর হয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত কার্যকর করে একটি প্রজ্ঞাপন জারি করে। এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান বা মিয়ানমারের মতো তৃতীয় দেশে রফতানি করতে পারবে না। ফলে দেশের রফতানি খাতে বাড়তে পারে পরিবহন জটিলতা ও খরচ।