আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না বিএনপি—এ বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে ১০-২০ বছরের জন্য নিষিদ্ধ করলেই তো হয়। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির জ্যেষ্ঠ নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অতীতের অভিজ্ঞতা ও আওয়ামী লীগের ভবিষ্যত প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেন।