Apan Desh | আপন দেশ

বুদ্ধিমান ব্যক্তিরা যেসব বিষয় নিয়ে তর্ক করে না

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ১৭ জুন ২০২৫

বুদ্ধিমান ব্যক্তিরা যেসব বিষয় নিয়ে তর্ক করে না

ফাইল ছবি

উচ্চ আইকিউ থাকার পাশাপাশি উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্স (EQ) থাকাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বুদ্ধিমান ব্যক্তিরা এটি ভালোভাবে বোঝে। তারা জানে যে প্রতিটি মতবিরোধে সময় দেওয়া জরুরি নয়, প্রতিটি তর্কে জেতারও অর্থ নেই। সবকিছুতে নিজের মতামত দিতে গেলে অনেকটা সময়ই নষ্ট হবে। কোনো কোনো বিষয় প্রমাণ করার জন্য তর্ক করার প্রয়োজন পড়ে না। বুদ্ধিমানেরা জানে যে কোন বিষয়ে তর্ক করতে হবে আর কোন বিষয়ে তর্ক করার প্রয়োজন নেই। চলুন জেনে নেওয়া যাক বুদ্ধিমান মানুষেরা কোন বিষয়গুলো নিয়ে কখনো তর্ক করে না-

অন্যদের বিশ্বাস পরিবর্তন করার চেষ্টা

ধর্ম, রাজনীতি, বা ব্যক্তিগত মূল্যবোধ যাই হোক না কেন, বুদ্ধিমান মানুষেরা কারও মূল বিশ্বাস পরিবর্তন করার জন্য অন্যদের সঙ্গে তর্ক করে না। তারা বোঝে যে এগুলো সংবেদনশীল বিষয় এবং অনেক মানুষ এগুলো সম্পর্কে বেশ আবেগপ্রবণ বা স্পর্শকাতর। এমনকি দৃঢ় তথ্য থাকা সত্ত্বেও, মানুষ প্রস্তুত না হলে পরিবর্তন হয় না। এবং তাই বুদ্ধিমান ব্যক্তিরা অন্যকে তাদের মতোই গ্রহণ করতে পছন্দ করে। তারা মানুষের পার্থক্যকে সম্মান করে এবং বিতর্কের পরিবর্তে আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করতে পছন্দ করে।

ছোট ছোট ভুল ধরা

বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় নিজেদের সঠিক প্রমাণ করার প্রয়োজন বোধ করে না। অন্যদের অবজ্ঞা করার এবং তাদের ভুল তুলে ধরার পরিবর্তে, বুদ্ধিমান ব্যক্তিরা সেগুলো উপেক্ষা করে। তারা ছোটখাটো ভুলকে উপেক্ষা করে, এতে অন্যদের সঙ্গে সম্পর্ক সুন্দর হয়।

শুধুমাত্র জেতার জন্য তর্ক করা

বুদ্ধিমান ব্যক্তিরা তাদের লড়াই বুদ্ধিমানের সঙ্গে বেছে নেয়। অন্যদের সঙ্গে তর্ক বা বিতর্ক করে নিজেদের সঠিক প্রমাণ করার পরিবর্তে, তারা শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে পছন্দ করে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা এমন বিষয়গুলোকে উপেক্ষা করে যা দীর্ঘমেয়াদে আসলে গুরুত্বপূর্ণ নয়। বুদ্ধিমান ব্যক্তিরা আধিপত্যের চেয়ে বোধগম্যতাকে মূল্য দেয়। তারা জানে যে অর্থহীন টানাপোড়েনে জড়ানোর চেয়ে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ।

অতীত নিয়ে লড়াই

বুদ্ধিমান ব্যক্তিরা জানে যে অতীতের ভুলগুলো পুনরুজ্জীবিত করে কোনো ফলপ্রসূ জিনিস আসে না। তাই তারা অতীত নিয়ে চিন্তাভাবনা করার পরিবর্তে সমাধান এবং বর্তমান মুহুর্তের ওপর মনোনিবেশ করতে পছন্দ করে। যদি নিরাময় বা শেখার জন্য অতীত নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়, তবে তারা মন দিয়ে তা করে। অন্যথায়, তারা যা পরিবর্তন করা যায় না তার উপর শক্তি অপচয় করা এড়িয়ে চলে। এটি তাদের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

আপন দেশ/এমবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান